পৌর নির্বাচন : জগন্নাথপুর আ’ লীগের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে সভা শনিবার
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২০, ১২:২৩ অপরাহ্ণজগন্নাথপুর প্রতিনিধি
আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে প্রার্থী বাছাইয়ের জন্য আগামীকাল শনিবার সভা ডেকেছে আওয়ামী লীগ। সকাল ১১টায় দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা কমিটির নির্দেশনায় দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য আমরা সভা ডেকেছি। নেতৃমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে মনোনয়ন প্রত্যাশীদের নাম জেলা কমিটির নিকট পাঠানো হবে। এ বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন মনোনয়ন বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
সবুজ সিলেট/ সেলিম হাসান