সিলেটে ময়লার স্তূপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২০, ১২:০৩ অপরাহ্ণস্টাফ রিপোর্টার
সিলেটে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ ডিসেম্বর) সকালে শহরের আখালিয়া এলাকার একটি ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিলেটের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা জানান, সকালে খবর পেয়ে আখালিয়া এলাকার একটি ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, নবজাতকের সুরতহাল প্রস্তুতের পর দুপুর ২টার দিকে শহরের মানিকপীর মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
সবুজ সিলেট/০৫ ডিসেম্বর/সেলিম হাসান