বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, হাবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষোভ
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২০, ৭:৪২ পূর্বাহ্ণসবুজ সিলেট ডেস্ক::
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
রোববার (০৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সকাল সাড়ে ১১ টায় প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদুল আলম রনি, শেখ রাসেল সম্প্রসারণ হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধনেশ চন্দ্র পাল, ওমর ফারুক, শেখ রাসেল সম্প্রসারণ হল শাখা ছাত্রলীগের সদস্য মো. রিয়াদ খান, ইলিয়াস দেওয়ান, সাজেদুর রহমান সৈকত, শফিকুল ইসলাম সজল, সাহাদত হোসেন সাজু, ওমর কায়েস প্রমুখ।
সবুজ সিলেট/০৬ডিসেম্বর/শামছুন নাহার রিমু