বিয়ানীবাজার মুক্তদিবস আজ
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২০, ৯:৪১ পূর্বাহ্ণআবু তাহের রাজু, বিয়ানীবাজার ::
আজ ৬ ডিসেম্বর, বিয়ানীবাজার মুক্ত দিবস। ১৯৭১ সালে এই দিনে বিয়ানীবাজার উপজেলা হানাদার মুক্ত হয়েছিল। দীর্ঘ নয় মাসের মুক্তি সংগ্রামের পর উপজেলার কয়েক হাজার মানুষ পাকবাহিনী ও রাজাকার দ্বারা নির্যাতিত হয়েছিলেন। মুক্তিযুদ্ধে বিয়ানীবাজারে শহীদ হন ১২৪ জন।
সর্বশেষ ৬ ডিসেম্বর ভোরে উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুরে পাক সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়েছে। ওই দিনই বিয়ানীবাজার থানায় পাক সেনাদের ক্যাম্প থেকে সকল সৈন্য পালিয়ে যায়।
স্থানীয় মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধারা বিয়ানীবাজার থানা টিলায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। পাক সেনারা উপজেলার কাঁঠালতলা বধ্যভূমি ও রাঁধা টিলায় স্থানীয়দের ধরে এনে নির্যাতন করতো।
নির্যাতিতদের মধ্যে কাঁঠালতলায় প্রায় ৬০ জনের উপরে এবং রাধা টিলা প্রায় ৩০ জনকে পাক সেনারা গুলি করে হত্যা করে। দেশের একমাত্র প্রবাসী বাউল কমর উদ্দিনকেও কাঁঠালতলায় হত্যা করে পাকবাহিনী।
রাধা টিলায় সুপাতলার ঘোষ পরিবারের ১২জনকে এক সাথে হত্যা করে। যুদ্ধের পর মুক্তিযোদ্ধারা উপজেলায় ৬টি গণকবর আবিষ্কার করেন।
সবুজ সিলেট/ এস মায়াজ আহমদ তালহা