সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনে অপূর্ব-নাসির পরিষদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২০, ১০:৩২ পূর্বাহ্ণসিলেট জেলা প্রেসক্লাবে দ্বিবার্ষিক নির্বাচনে অপূর্ব-নাসির পরিষদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। শনিবার (০৫ ডিসেম্বর) বিকেলে হযরত শাহজালাল মাজার জিয়ারত ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে মহান মুক্তিযুদ্ধেও চেতনায় গঠিত পরিষদটি।
এসময় অপূর্ব-নাসির পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী অপূর্ব শর্মা, সহ সভাপতি (১ম) পদপ্রার্থী মনোয়ার জাহান চৌধুরী, সহ সভাপতি (২য়) ফয়সল আহমদ মুন্না, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. নাসির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, কোষাধ্যক্ষ পদপ্রার্থী সাদিকুর রহমান সাকী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু বকর, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহুল তালুকদার পাপ্পু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক, পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান, দপ্তর সম্পাদক শেখ মো. লুৎফুর রহমান, সদস্য পদপ্রার্থী মাহমুদ হোসেন, রায়হান উদ্দিন, মো. আব্দুল আহাদ ও একরাম হোসেন। বিজ্ঞপ্তি :-
সবুজ সিলেট/ এস মায়াজ আহমদ তালহা