দক্ষিণ সুনামগঞ্জে অভিযোগ দায়ের করে সন্ত্রাসীদের ভয়ে বাড়ি ছাড়া একটি পরিবার
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ণকুলেন্দু শেখর দাস,সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাও গ্রামে এক ভাইয়ের সামনে তার চিকিৎসক বোনকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টাসহ ছিনতাইয়ের ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশের অভিযোগ পুলিশ আমলে না নেওয়ায় চিকৎসক বোনের ইজ্জত বাচাঁতে সন্ত্রসীদের ভয়ে গ্রাম ছেড়ে ভাই বোনের ফেরারী হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার পূর্ববীরগাওঁ ইউনিয়নের বীরগাওঁ গ্রামের বাসিন্দা আরিফ আহমেদ হিমেলের ছোট বোন শরিফা আক্তার একজন চিকিৎসক (ডি.এম.এফ.ঢাকা) । সে দীর্ঘদিন যাবত স্থানীয় বীরগাও বাজারে নিজস্ব চেম্বারে প্রতিদিন এলাকার মানুষজনের মধ্যে চিকিৎস্যা সেবা প্রদানসহ করে আসছিলেন। শরিফা আক্তার প্রতিদিন সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে তার চেম্বারে যান এবং রাত ৯টার দিকে রোগী দেখে প্রতিদিন ভাই হিমেল তার চিকিৎসক বোনকে নিয়ে বাড়িতে ফিরেন। বিগত বৈশি^ক মহামারী করোনা ভাইরাস ( কোভিড-১৯) মহামারি আকার সারা বিশে^র ন্যায় এর প্রভাব বাংলাদেশেও ছড়িয়ে পড়ে ঠিক তখনই মানব সেবার স্বার্থে শরিফা আক্তার নিজের জীবনের ঝুকিঁ নিয়ে এলাকার মানুষের মধ্যে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন। এরই ধারা বাহিকতায় প্রতিদিনের ন্যায় শরিফা বেগম ভাই হিমেলের সাথে নিয়মিত চেম্বারে প্রতিদিন যাওয়া আসা করেন। এরই মধ্যে একই এলাকার এক মাদকসেবী বখাটে ছেলে রোগী সেজেঁ চিকিৎসার নাম করে চিকিৎসক শরিফা আক্তারের ক্ষতি সাধন করার জন্য পিছু নেয়। তার নাম জুনেল আহমদ সে একই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। বখাটে জুনেল প্রতিদিন যাওয়া আসার সময় চিকিৎসক শরিফা বেগমকে দেখলেই বিভিন্ন ভাবে অশ্লীল ভাষায় ও অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্যক্ত করতে থাকে ।
গত ২৩ নভেম্বর সকাল ১১টার দিকে শরিফা আক্তার তার চেম্বারে যাওয়া জন্য বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে বখাটে জুনেল তাকে একা পেয়ে শরিফা আক্তারের রাস্তা রোধ করে তার গায়ের ওড়না নিয়ে যায়। এসময় শরীফা আক্তারের চিৎকার শুনে আশপাশের মানুষ আসতে থাকলে সন্ত্রাসী জুনেল পালিয়ে যায় এবং শরিফা আক্তারকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণ করে প্রাণে হত্যার হুমকি দিয়ে যায়। সঙ্গে সঙ্গে শরিফা আক্তার তাৎক্ষনিক তার ভাই আরিফ আহমদ হিমেলকে ফোনের মাধ্যমে বিষয়টি অবগত করেন। ঘটনার দিন রাত ৯টার দিকে শরিফা আক্তারকে চেম্বার থেকে তার ভাই হিমেলকে নিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী জুনেলের নেতৃত্বে তার আরও ৫জন অজ্ঞাতনামা সহযোগিরা তিনটি মোটর সাইকেলযোগে তাদের রাস্তা অবরোধ করে এবং ডাক্তার শরিফা বেগমকে অপহরণ করে নিয়ে যাওয়ার জন্য তার হাত ধরে টানা হেচরা শুরু করে এসময় ভাই হিমেল বোন শরিফা আক্তারকে উদ্ধারের চেষ্টাকালে সন্ত্রাসীরা শরিফার ব্যাগে থাকা নগদ ৫হাজার টাকা,তার গলায় থাকা ৮আনা ওজনের একটি স্বর্ণের চেইন,৬আনা ওজনের কানের দুল ছিনিয়ে নিয়ে যায় । এ সময় সন্ত্রাসীরা ভাই ও বোনকে শারীরিকভাবে লাঞ্চিত করে। সন্ত্রাসীরা এ সময় চিকিৎসক শরিফা আক্তারকে অপহরণ করার চেষ্টাকালে বিপরীতদিক থেকে আসা গাড়ির শব্দ শুনে পালিয়ে যায় সন্ত্রাসীরা। যাওয়ার সময় সন্ত্রাসীরা শরিফা আক্তারকে হত্যা করার হুমকি দিয়ে যায়।
বিষয়টি স্থানীয় এলাকার পঞ্চায়েতদের কাছে ঐ চিকৎসক বিচার প্রার্থী হন । কোন বিচার না পেয়ে মেয়ের ভাই হিমেল গত ২৫ নভেম্বর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার জেবুন নেহান শাম্মী বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন । তাৎক্ষনিক নিবার্হী অফিসার বিষটি দ্রæত আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জকে লিখিত ভাবে সুপারিশ করেন। কে শুনে কার কথা? কিন্তু থানা পুলিশ বিষটিকে কোন গুরুত্ব না দেওয়ায় সন্ত্রসীদের হুমকির মুখে পরে বোনের প্রাণ রক্ষা করার জন্য নিজের বসত বাড়ি ছেড়ে ফেরারী হয়ে ন্যায় বিচারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন চিকিৎসক শরিফা আক্তার ও তার ভাই হিমেল। এদিকে নিরাপত্তার ভয়ে এই চিকিৎসক চেম্বারে যেতে না পারায় ভাইবোন পালিয়ে থেকে মানবেতন জীবন যাপন করছেন বলে ভাই হিমেল গণমাধ্যমকর্মীদের মোবাইল ফোনে জানান। কবে শংঙ্কামুক্ত হয়ে নিজ বাড়িতে ফিরতে পারবেন চিকিৎসক শরিফা আক্তারের পরিবার ? কবে আইনের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ? নাকি সন্ত্রাসী ইভটিজার জুনেলের মতো অসংখ্যা বখাটেদের কাছে নির্যাতনের শিকার হতে হবে শরিফা আক্তারের মতো অসংখ্যক মা বোনদের এমন বিষটি উর্ধ্বতন কর্তৃপক্ষ নজর দেবেন কি? দ্রুত সময়ের মধ্যে সন্ত্রসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় পরিকল্পনামন্ত্রীর সুদৃষ্টি কামনা করে সন্ত্রাসীদের হাত থেকে তাদের রক্ষা করতে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানান মেয়েটির পরিবার।
এ ব্যপারে দক্ষিণ সুনামগঞ্জ থানান ওসি মোক্তাদির হোসেন জানান,আমি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অভিযোগের কপিটি হাতে এসেছে। বিষয়টি অত্যš Íগুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহারের কাছে জানতে চাইলে তিনি জানান মেয়েটির ভাই আমার কাছে লিখিত অভিযোগ নিয়ে এসেছে আমি থানা পুলিশকে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা দিয়েছি।
সবুজ সিলেট/০৬ডিসেম্বর/সেলিম হাসান