চলচ্চিত্রের গানে নোবেল
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২০, ২:০৬ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক ::
এবার চলচ্চিত্রের গানে কণ্ঠ দিচ্ছেন মাঈনুল আহসান নোবেল। অনুদানপ্রাপ্ত ‘মুখোশ’ চলচ্চিত্রের সূচনা সংগীতে তিনি এ কণ্ঠ দিচ্ছেন।
সিনেমার পরিচালক ইফতেখার শুভ জানান, শুক্রবার রাতে তিনি এ গানে চুক্তিবদ্ধ হয়েছেন। শিগগিরই তিনি গানের রেকর্ডিংয়ে অংশ নেবে বলেও জানান ইফতেখার শুভ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তরুণ পরিচালক জানান, ‘মুখোশ’ শিরোনামে গানটির কথা লিখেছেন গীতিকার আব্রাহাম তামিম। সুর ও সংগীত পরিচালনা করবেন আহম্মেদ হুমায়ূন।
আগামী বছরের জানুয়ারির মাঝামাঝির দিকে এ চলচ্চিত্রের দৃশ্যধারণ শুরু হবে। ঢাকা ও সিলেটের বেশ কিছু এলাকায় ছবিটির দৃশ্যধারণ হবে।
এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন পরীমনি ও রোশান। গুরুত্বপূর্ণ আরেক চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।
এ ছাড়া আরও অভিনয় করবেন ফারুক আহমেদ, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, রাশেদ রাশু, সেলিম রেজা, অরণ্য বিজয় ও রঙিলা সাধুসহ অনেকেই।
২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানের মুখোশ সিনেমার পরিচালনার পাশাপাশি এটি প্রয়োজনা করছেন ইফতেখার শুভ।