১২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২০, ৮:৫৯ পূর্বাহ্ণহবিগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জের শাহজিবাজারে তেলবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ১২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনাস্থলের দুটি লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় তৃতীয় লাইন দিয়ে ট্রেন চালু করা হয়েছে। রবিবার দুপুরে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও ৫টি বগি লাইনচ্যুত হয়। ফলে সারাদেশের সঙ্গে সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
বিকাল ৪টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া ও বি.বাড়িয়ার আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। তবে দুর্ঘটনার কারণে ঘটনাস্থলের ৩টি লাইন ব্যাপক ক্ষতি হওয়ায় উদ্ধাকারী ট্রেনটি ঘটনাস্থলে আসতে বিলম্ব হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে এবং রাত ১২ টার দিকে কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সবুজ সিলেট/ এস মায়াজ আহমদ তালহা