অবহেলিত নারীদের স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে; উপপরিচালক শাহিনা আক্তার
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২০, ১২:৩৬ অপরাহ্ণসবুজ সিলেট ডেস্ক
অবহেলিত নারীদের স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার। তিনি গতকাল রবিবার বিকাল ৩টায় “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট বিভাগীয় জেলা তথ্য অফিসের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরশাদ মিয়ার’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সিলেট বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক জুলিয়া যেসমিন মিলি, পশ্চিম ইসলামপুর ইউপি চেয়ারম্যান শাহ মোঃ জামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী, তথ্য সেবা কর্মকর্তা রোখসানা আক্তার ও দৈনিক জালালাবাদ প্রতিনিধি আব্দুল জলিল। প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক শাহিনা আক্তার আরও বলেন-নারীদের কেবলমাত্র গৃহকার্যে নিয়োজিত রাখলে চলবেনা বরং তাদেরকে বিচরণ করতে হবে সকল পর্যায়ে। নিজ নিজ সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে মা-দেরকে অগ্রণী ভূমিকা রাখতে আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে পরিচালক জুলিয়া যেসমিন মিলি বলেন-গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নকল্পে সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে জনগণকে অবহিত ও সম্পৃক্ত করণের লক্ষ্যেই এই আয়োজন। তবে আয়োজনের স্বার্থকতা পেতে সর্বস্তরের নারী-পুরুষকে অনুষ্ঠানে অংশগ্রহনের মাধ্যমে অর্জিত বার্তা সবার নিকট পৌঁছানো জরুরী বলে মনে করেন তিনি। সিলেট জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ লেবাছ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, এনজিওকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মহিলা অংশগ্রহণ করেন।
প্রেস বিজ্ঞপ্তি
সবুজ সিলেট/০৭ ডিসেম্বর/সেলিম হাসান