শাকিবের চেম্বারে নারী নির্যাতনবিরোধী মামলা ফ্রি
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২০, ৭:৫৪ পূর্বাহ্ণবিনোদন রিপোর্ট::
‘নবাব: এলএল.বি’ শাকিব খানের নতুন ছবি। যেখানে ঢাকাই সিনেমার শীর্ষ এ নায়ককে দেখা যাবে এক চৌকস আইনজীবী হিসেবে। লড়াই করবেন খুন-ধর্ষণসহ সব মামলায়। তবে নারী নির্যাতনবিরোধী মামলায় নেবেন না কোনও ফি। ঠিক এমনটাই দেখা গেল ছবিটির ট্রেলারে।
আজ (৭ ডিসেম্বর) রাতে ইউটিউবে প্রকাশিত হয়েছে এটি। আড়াই মিনিটের এ ট্রেলারের পুরোটা সময়ই আদালতে তর্কযুদ্ধে দেখা গেছে শাকিবকে।
এতে কেন্দ্রীয় ভূমিকায় শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া ছাড়াও সামনে এসেছে আরও কিছু চরিত্র। ট্রেলারে পাওয়া গেছে শহীদুজ্জামান সেলিম, সুষমা সরকার, শাহেদ আলী, রাশেদ মামুন অপুসহ বেশ কয়েকজন।
ছবিটির পরিচালক অনন্য মামুন বলেন, ‘আই থিয়েটারে আগামী ১৬ ডিসেম্বর এটি মুক্তি পাবে। যে কেউ টিকিট কেটে ছবিটি দেখতে পারবেন। মুক্তির আগমুহূর্তে আমরা ট্রেলারটি প্রকাশ করলাম।’
গত ২৬ নভেম্বর থেকে যাত্রা শুরু করেছে আই থিয়েটার নামের অনলাইন স্ট্রিমিং প্রতিষ্ঠান। যার প্রথম ছবি হিসেবে মুক্তি পাবে ‘নবাব: এলএল.বি’।
সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে আছেন মাহিয়া মাহি। বিশেষ ভূমিকায় অভ্নিয় করেছেন অর্চিতা স্পর্শিয়া।
সবুজ সিলেট/০৮ ডিসেম্বর/শামছুন নাহার রিমু