করোনায় আক্রান্ত কৃতি শ্যানন
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২০, ১:৪৮ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক :: বলিউডে আবারও থাবা বসিয়েছে করোনাভাইরাস। বরুণ ধাওয়ান-নীতু কাপুরের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন আরেক বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।
অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে চন্ডিগড়ে শুটিং করছিলেন কৃতি। সেখান থেকে ফেরার পরপরই তিনি করোনায় আক্রান্ত হন বলে জানা যাচ্ছে। যদিও অভিনেত্রী এ বিষয়ে কোনও মন্তব্য করেননি এ অভিনেত্রী।
সোমবার ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ খ্যাত অভিনেত্রী দিব্যা ভাটনাগর করোনায় আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন।
এদিকে সম্প্রতি সানি দেওলও করোনায় আক্রান্ত হয়েছেন। মুম্বাই থেকে বর্তমানে হিমাচল প্রদেশে নিজের বাগান বাড়িতে রয়েছেন সানি দেওল।