জামালগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২০, ১১:০৪ পূর্বাহ্ণজামালগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা (তথ্য আপা) ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে তথ্য সেবা কেন্দ্র জামালগঞ্জের আয়োজনে ভীমখালী ইউনিয়নের মানিগাঁও গ্রামের স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা তথ্য সেবা কেন্দ্রের তথ্য সেবা কর্মকর্তা ইতি রানী দেবী। সহকারী তথ্য সেবা কর্মকর্তা ফারহেনা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আবুল কাসেম, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার।
বক্তাগণ বলেন, গ্রামীণ মহিলাদের জীবন জীবিকা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে যেমন স্বাস্থ্যগত সমস্যা, বাল্যবিবাহ, ফতোয়া, নারীর বিরুদ্ধে সহিংসতা, চাকরী সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা এবং ডিজিটাল সেবাসমূহে নানাবিধ ইমেইল, ভিডিও কনফারেন্স সম্পর্কে অবহিত করা হয়।
সবুজ সিলেট/ এস মায়াজ আহমদ তালহা