কমলগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রায়ন ২ প্রকল্পের গৃহনির্মাণ কাজের উদ্বোধন
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২০, ১২:১১ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে ভ‚মিহীন ও গৃহহীনদের জন্য গৃহনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, স্থানীয় ইউপি সদস্য শফিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রায়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের হরিশ্মরণ গ্রামে ১০টি গৃহ নির্মাণ করা হবে।
সবুজ সিলেট/০৯ ডিসেম্বর/সেলিম হাসান