১৮ ডিসেম্বর আসছে চঞ্চল অভিনীত ‘তাকদির’
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২০, ১:৪৯ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক :: আসছে ১৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ওয়েব ছবি ‘তাকদির’। বিষয়টি নিশ্চিত করেছে ওটিটি প্রতিষ্ঠান হইচই। তাদের প্ল্যাটফর্মেই আসছে সিরিজটি। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী ও সালেহ সোবহান অনীম। চিত্রনাট্য লিখেছেন নিয়ামত উল্লাহ মাসুম ও সৈয়দ আহমেদ শাওকী।
গত ৬ ডিসেম্বর এসেছে এর ট্রেলার। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সানজিদা প্রীতি, ইন্তেখাব দিনার, পার্থ বড়ূয়া, মনোজ প্রামাণিক ও সোহেল মণ্ডল রানা।
‘তাকদির’-এর কেন্দ্রীয় চরিত্রে চঞ্চল চৌধুরী বলেন, ‘তাকদিরের মতো অভিনব একটি চরিত্রের রূপদান করার চ্যালেঞ্জ নিতে পেরে আমি উচ্ছ্বসিত। হইচইয়ের মতো বড় অনলাইন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম এখন বাংলাদেশের নির্মাতাদের সঙ্গে বাংলাদেশের দর্শকদের জন্য কাজ করছে। আমাদের দেশের সৃষ্টিশীলতা সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর কাছে পৌঁছে যাচ্ছে, এটি একটি রোমাঞ্চকর অনুভূতি।’