সিসিকের অরক্ষিত ড্রেনে পড়ে প্রাণ হারালেন সিলেটের কবি
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২০, ৬:৫৮ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার
দু’দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট কবি, ছড়াকার ও সাবেক শিক্ষক নেতা আব্দুল বাসিত মোহাম্মদ। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন একটি অরক্ষিত ড্রেনে পড়ে গুরুতর আহত হন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল বাসিতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কবি কাশমির রেজা। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার বাদ আসর চৌকিদেখি জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে সিলেট নগরের নয়াসড়কের মানিকপির কবরস্থানে দাফন করা হবে।
জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় সিলেট নগরের জনবহুল আম্বরখানার হুরায়রা ম্যানশনের সামনে সিলেট সিটি করপোরেশন কর্তৃক নির্মাণাধীন ড্রেনে পড়ে পেটে রড ঢুকে যায় কবি আব্দুল বাসিত মোহাম্মদের। এতে মারাত্মক আহত হন তিনি।
সংকটাপন্ন অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত দুদিন এমএজি ওসমানী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
সিলেটের সাহিত্যাঙ্গণের প্রিয়মুখ সদা হাস্যজ্জ্বোল, বন্ধুবৎসল ও সবার প্রিয় কবি-ছড়াকার বাসিত মোহাম্মদের মর্মান্তিক মৃত্যুতে লেখকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।