কমলগঞ্জ গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২০, ১০:৪৩ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়। বুধবার বিকালে শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটলেও ঐদিন সন্ধায় মৌলভীবাজার সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় মরহুমওে জানাযার শেষে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন হয়েছে।
স্থানীয়রা জানান, মুন্সীবাজার ইউনিয়নের দক্ষিন রামচন্দ্রপুর গ্রামের মন্তাজ মিয়ার ছেলে বশির মিয়া (৩৬) ইরা মিয়ার বাড়িতে আম গাছের ডাল কাটতে গিয়ে গাছের উপর থেকে নিচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে দ্রæত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
শমশেরনগর ইউপি সদস্য মাসুক আলী বলেন অসাবধানবশত আম গাছ ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যুবরণ করে। মুন্সিবাজার ইউপি সদস্য রুমান আহমেদ মৃতে্যুর সত্যতা নিশ্চিত করেন।
সবুজ সিলেট/১০ ডিসেম্বর / সেলিম হাসান