সুনামগঞ্জে মানবাধিকার সংগঠন অধিকার এর উদ্যোগে মানবাধিকার দিবস পালিত
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ প্রতিনিধি
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সুনামগঞ্জে অধিকারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভার আলফাত উদ্দিন স্কয়ারে মানববন্ধন অনুষ্টিত হয়। অধিকারের ফোকাল পার্সন মুহাম্মদ আমিনুল হক এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো.রুহুল আমীন, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর তালুকদার, বিজয় টিভি প্রতিনিধি অরুন চক্রবর্তী,আনোয়ার হোসেন, সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল, এ কে মিলন, সাংবাদিক ইমরান হোসেন, মনোয়ারা বেগম বন্যা, মানবাধিকার কর্মী মুহিবর রেজা টুনু, সাংবাদিক রেজাউল করিম, ইউপি সদস্য মান্নান মিয়া, মানবাধিকার কর্মী মিজানুর রহমান রোমান, হ্রদয় হােসেন, হাবিবুল্লাহ প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে মানবাধিককার লংঘন হোক এমন বিষয়টিকে সরকার গুরুত্ব সহকারে নজরে আনবেন। দেশের প্রতিটিমানুষের মানবাধিকার রক্ষায় মানবাধিকার কর্মীরা কাজ করবেন বলে দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
সবুজ সিলেট/১০ ডিসেম্বর / সেলিম হাসান