অপরিচ্ছন্ন পরিবেশ : সিলেটে ফুলকলিকে ৫ লাখ টাকা জরিমানা
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২০, ৯:৫২ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে খাদ্য প্রস্তুত প্রতিষ্ঠান ফুলকলিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সিলেটের খাদিম বিসিক শিল্পনগরীতে ফুলকলির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করে র্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।
এরআগে দুপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতসহ নানা অনিয়মের অভিযোগে সিলেটের ফিজা এন্ড কোং কে ৯ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।
নগরীর গোটাটিকর এলাকায় বিসিক শিল্প নগরীর ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
র্যাব-৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান নেতৃত্বে এসব অভিযান চলে।
সবুজ সিলেট/১১ ডিসেম্বর / সেলিম হাসান