জকিগঞ্জের উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ণজকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.লোকমান উদ্দিন চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী জানান, গত বুধবার তিনি জ্বর ও ব্যথা অনুভব করলে হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিলে শুক্রবার রাতে চেয়ারম্যানের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
উপজেলা চেয়ারম্যানের রোগ মুক্তি কামনা করে উপজেলা পরিষদে উপজেলা পরিষদে দোয়া মাহফিল করেছেন উপজেলা পরিষদ। চেয়ারম্যানের সুস্থতা কামনা করে উপজেলা আওয়ামীলীগ ও লোকমান চৌধুরীর পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
সবুজ সিলেট/১২ ডিসেম্বর / সেলিম হাসান