কমলগঞ্জে জাতির পিতার মর্যাদা অক্ষুন্ন রাখার দাবিতে সভা অনুষ্ঠিত
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ জাতির পিতার মর্যাদা অক্ষুন্ন রাখার দাবিতে উপজেলা উপজেলা প্রশাসন প্রতিবাদ সভা করেছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: ফজলুল কবীর। আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, ওসি মো: আরিফুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, প্রাণীসম্পাদক কর্মকর্তা ডা: হেদায়েত উল্ল্যাহ, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীনসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ম্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে বাংলাদেশের পরিচয়ের ঐতিহাসিক বন্ধন। জাতির পিতার সম্মানের অবমাননাকারীরা কখনো বাংলাদেশের মঙ্গল চায় না। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোটি কোটি মানুষ তা মেনে নিবেন না। যতদিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ থাকবে তত দিন জাতির পিতার অবদান চিরঅ¤øান হয়ে থাকবে। কোন ভাবেই জাতির পিতার কোন ধরনের অবমাননা সহ্য করা হবে না।
সবুজ সিলেট/১২ ডিসেম্বর / সেলিম হাসান