ওয়েব সিরিজে শুটিং করতে গিয়ে করোনায় আক্রান্ত নুসরাত ফারিয়া
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২০, ৩:০৯ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক :: ওয়েব সিরিজে শুটিং করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। বর্তমানে বাসায় আইসোলেশনে থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন।
শনিবার বিকালে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করে নুসরাত ফরিয়া বলেন, জ্বর ও ঠাণ্ডা দেখা দিলে করোনা টেস্ট করাই। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু শরীরিক কোনো জটিলতা নেই। বাসাতেই আইসোলেশনে আছি আপাতত। দোয়া চাই সবার কাছে।
শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবু’ নামে একটি ওয়েব ফিল্মে শুটিং করতে গিয়ে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছেন তিনি। কেননা ওই ওয়েব ফিল্মের পরিচালক নিজেও আক্রান্ত হয়েছেন।
শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া অভিনয় করছেন অপূর্ব’র বিপরীতে। এটি ভারতীয় একটি ওয়েব প্লাটফর্মের জন্য নির্মিত হচ্ছে।