মেক্সিকোতে করোনার টিকার জরুরি অনুমোদন
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২০, ৭:১৪ পূর্বাহ্ণআর্ন্তজাতিক ডেস্ক::
বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ফাইজারের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে মেক্সিকো। দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা কোফেপ্রিসের অনুমোদন পাওয়ার পরপরই মেক্সিকো ফাইজারের টিকাটির জরুরি অনুমোদন দেয়। শুক্রবার দেশটির একজন স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মেক্সিকোর উপস্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ-গ্যাটেল এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘কোফেপ্রিস ফাইজার ও বায়োএনটেকের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এটা আশার একটি কারণ।’
যুক্তরাজ্য, বাহরাইন ও কানাডা আগেই করোনার টিকার জরুরি অনুমোদন দিয়েছিল। শুক্রবার ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
সংস্থাটির কমিশনার স্টিফেন হ্যান শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে টিকাটির অনুমোদনের কথা বলেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটির সুপারিশের পর গতকাল শুক্রবার রাতে টিকা অনুমোদনের কথা জানানো হয়েছে।
সবুজ সিলেট/১২ ডিসেম্বর/শামছুন নাহার রিমু