সিলেটের মেন্দিবাগ ডোবা থেকে এক অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার
সিলেট নগরীর মেন্দিবাগস্থ এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সিলেট মেট্রোপলিটিন পুলিশের কোতোয়ালি থানা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাথায়। তবে উদ্ধার হওয়া লাশের পরিচয় জানতে পারেনি পুলিশ।
যুবকের পেঠে আঘাতে চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে ওই আঘাতটি ছুরিকাঘাত।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া। তিনি সিলেট ভয়েসকে বলেন, পথচারীরা দেখতে পেরে আমাদের ডিউটিরত পুলিশকে জানায়। পরে তারা থানায় জানালে লাশটি উদ্ধার করা হয়।
ওসি সেলিম মিয়া আরও জানান, আনুমানিক ২১ বছর বয়সের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু কোন পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে কেউ লাশটি এখানে ফেলে গেছে।
সবুজ সিলেট/১২ ডিসেম্বর / সেলিম হাসান