বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ কোটি ২২ লাখ ছাড়িয়েছে
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২০, ৯:১২ পূর্বাহ্ণআন্তর্জাতিক ডেস্ক ::
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ লাখ ১২ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন সাত কোটি ২২ লাখের বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ৭২ লাখের বেশি মানুষ।
সোমবার (১৪ ডিসেম্বর) জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত কোটি ২২ লাখ ২১ হাজার ৬৩৪ জন এবং মারা গেছেন ১৬ লাখ ১২ হাজার ১৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ৭২ লাখ ১৮ হাজার ২৩৫ জন।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৬২ লাখ ৫১ হাজার ৯৭৫ জন এবং মারা গেছেন দুই লাখ ৯৯ হাজার ১৬৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬২ লাখ ৯৮ হাজার ৮২ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ এক হাজার ৯৫২ জন, মারা গেছেন এক লাখ ৮১ হাজার ৪০২ জন এবং সুস্থ হয়েছেন ৬১ লাখ ৩৮ হাজার ৩৪৯ জন।
সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৯৮ লাখ ৮৪ হাজার ১০০ জন, মারা গেছেন এক লাখ ৪৩ হাজার ৩৫৫ জন এবং সুস্থ হয়েছেন ৯৩ লাখ ৮৮ হাজার ১৫৯ জন।
মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ১৩ হাজার ৯৫৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৫০ হাজার ৪৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন নয় লাখ ১৮ হাজার ৬৮১ জন।
ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৩২৮ জন, মারা গেছেন চার হাজার ৭৫১ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৪০ জন।
সবুজ সিলেট/১৪ ডিসেম্বর/শামছুন নাহার রিমু