সিলেট বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২০, ৯:১৪ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার
শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেটের চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শুরু হয়।
শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর, সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের আওয়ামী লীগে ও বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধার্ঘ নিবেদন শেষে সিলেটের বুদ্ধিজীবীদের কবরে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া করা হয়।
সিলেট বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন সিলেট বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার সিলেট, সিলেট জেলা প্রেসক্লাব, বাসদ মার্কসবাদী, সিলেট বিভাগীয় গণদাবী ফোরাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা শাখাসহ বিভিন্ন সংগঠন।
প্রসঙ্গত, আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাক হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
সবুজ সিলেট/১৪ ডিসেম্বর/ সেলিম হাসান