বছরের শেষ সূর্যগ্রহণ আজ
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২০, ৯:২০ পূর্বাহ্ণসবুজ সিলেট ডেস্ক::
চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আজ সোমবার। তবে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে না বাংলাদেশ থেকে।
আকাশ পরিষ্কার থাকলে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে আর্জেন্টিনা, চিলি ও দক্ষিণ আমেরিকার অনেক অঞ্চল থেকে। ধীরে ধীরে পুরোদমে সূর্যকে ঢেকে ফেলবে চাঁদ।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়, বছরের শেষ সূর্যগ্রহণ যখন শুরু হবে তখন ঘড়ির কাঁটায় বাংলাদেশ সময় থাকবে সন্ধ্যা সাতটা ৩৪ মিনিটে, শেষ হবে রাত ১২টা ৫৩ মিনিটে।
সূর্য ও পৃথিবীর রেখা বরাবর চাঁদ পড়ার ঘটনাকে সূর্যগ্রহণ বলে। এই সময় সৌররশ্মি বাধা চাঁদে বাধা পাওয়ায় পৃথিবীর কিছু অংশজুড়ে ছায়া নেমে আসে।
সাধারণত বছরে দুবার সূর্যগ্রহণ হয়ে থাকে। এর ব্যতিক্রমও হয়। কোনো কোনো বছর পাঁচবারও সূর্যগ্রহণ হয়।
চলতি বছর প্রথম সূর্যগ্রহণ হয় ২১ জুন। বাংলাদেশ থেকেও তা আংশিক দেখা গিয়েছিল।
সবুজ সিলেট/১৪ ডিসেম্বর/শামছুন নাহার রিমু