গোলাপগঞ্জে ৬ বোতল মদসহ যুবক গ্রেপ্তার
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২০, ৯:৪৪ পূর্বাহ্ণগোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে ৬ বোতল অফিসার্স চয়েজ মদসহ সোহেল আহমদ রানা (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের রাস্তার মুখ থেকে তাকে গ্রেপ্তার করে। রানা ফাজিলপুর পুর্বপাড়া গ্রামের মৃত তৈয়ব আলী ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীর তত্ত্বাবধানে এসআই মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে একদল পুলিশ ফাজিলপুর গ্রামে অভিযান চালায়। এসময় ৬ বোতল অফিসার্স চয়েজ মদসহ সোহেল আহমদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সোমবার তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
সবুজ সিলেট/১৪ ডিসেম্বর/ সেলিম হাসান