ছাতক পৌর নির্বাচন: নির্বাচনী মাঠ একাই স্বরগরম করে তুলছেন সংরক্ষিত আসনের প্রার্থী কাকলী
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২০, ২:০৭ অপরাহ্ণ
ছাতক প্রতিনিধি :: নির্বাচনী মাঠ একাই স্বরগরম করে তুলছেন আসন্ন ছাতক পৌরসভা নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত আসনের প্রার্থী বর্তমান মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও তার প্রচারনা চোখে পড়ার মতো। ফেইসবুক ছাড়াও তার প্রতিদিনের প্রচার-প্রচারনা ও গণসংযোগে নির্বাচনী হাওয়া তার অনুকুলেই প্রবাহিত হতে শুরু করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার নির্বাচনী ওয়ার্ডের দরজায়-দরজায় হাজির হয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে। দোয়া ও আশির্বাদ নিচ্ছে বয়োবৃদ্ধদের কাছ থেকে। প্রতিদিনই প্রচার-প্রচারনায় এক ঝাক যুবক-যুবতীদের নিয়ে কোনা
না কোন ভোটারের দরজায় কড়া নাড়ছেন তিনি। এ ওয়ার্ডে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা শোনা গেলেও এখনো পর্যন্ত উল্লেখযোগ্যভাবে নির্বাচনী মাঠে কাউকে লক্ষ্য করা যায়নি। সদা হাস্য তাসলিমা জান্নাত কাকলীকে ইতিমধ্যেই ভোটাররাও অত্যন্ত আন্তরিকভাবে গ্রহন করতে শুরু করছেন। ব্যতিক্রম কিছু না ঘটলে এ আসনে আবারো তিনিই মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার সমুহ সম্ভাবনা দেখছেন তার কর্মী-সমর্থকরা।
শহরের বাগবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান তাসলিমা জান্নাত কাকলী বর্তমান মহিলা কাউন্সিলর হিসেবে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে আসছেন। একজন আমলদার ও পর্দাশীল নারী হিসেবে তাকে সবাই অত্যন্ত স্নেহ ও ভালোবাসেন। মিষ্টভাষি তাসলিমা জান্নাত কাকলী তার নম্র-ভদ্র ও আন্তরিকতা দিয়ে ভোটারদের মন জয় করে চলছেন। দায়িত্বকালীন সময়ে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে তার অবস্থান নেয়ার বিষয়টি ওয়ার্ডবাসীর নজর কাড়তে সক্ষম হয়েছেন। ওয়ার্ডবাসীর সূখে-দুখে সব সময়ই পাশে থাকতে তাকে দেখা গেছে। নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান নেয়ার কারনে তিনি মিথ্যে মামলায় আসামীও হয়েছেন। ন্যায়ের পক্ষে অবস্থায় নেয়ায় তাকে অনেক চরাই-উৎরাইয়ের মধ্য দিয়ে তাকে সময় পার করতে হয়েছে। বহু ঘাত-প্রতিঘাত তাকে ওয়ার্ডবাসীর কাছ থেকে দূরে রাখা সম্ভব হয়নি। আপোষহীন পথচলায় তাসলিমা জান্নাত কাকলী এখন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মানুষের কাছে অত্যন্ত প্রিয় মূখ হিসেবে পরিচিতি লাভ করেছেন। বিগত দিনে সরকারী-বেসরকারী, সামাজিক- সাংস্কৃতিক, খেলাধুলাসহ সব ধরনের সভা-সেমিনার ও অনুষ্ঠানে এ প্রার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। সর্ব মহল পরিচিত তাসলিমা জান্নাত কাকলী আগামী ১৬ জানুয়ারী আবারো মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন। বিগত নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে বিপুলভোটে ধরাশায়ি করে বিজয় অর্জন করে তার দাপুটে ভবিষ্যত পথচলার আগাম ঈঙ্গিত দিয়ে ছিলেন। সে লক্ষেই নির্বাচনী তফশীল ঘোষনার পূর্ব থেকেই তিনি তার নির্বাচনী মাঠ দখলে নেয়ার চেষ্টা করে যাচ্ছেন। ওয়ার্ডের শ্যামপাড়া থেকে বৌলা পর্যন্ত বিশাল এলাকা ঘুরে-ঘুরে তার ভোটের পাল্লা ভারী করে যাচ্ছেন। পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগে তিনি এখন ব্যস্থ সময় পার করছেন। জয়-পরাজয় বিবেচনা না এনে আগের মতোই তিনি ওয়ার্ডবাসী পাশে থাকার অঙ্গিকার করে তাসলিমা জান্নাত কাকলী জানান, ওয়ার্ডে প্রতিটি মানুষকেই তিনি
সমভাবেই সম্মান করে থাকেন। প্রার্থী হিসেবে সকলের দ্বারে-দ্বারে গিয়ে ভোট, দোয়া ও আশির্বাদ প্রার্থনা করছেন তিনি। অতীতের মতো আগামী ১৬ জানুয়ারীর নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আন্তরিক আহবান জানান।