দক্ষিণ সুরমায় টেস্টি ট্রিটসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২০, ১০:২১ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার
সিলেটের দক্ষিণ সুরমায় হালের জনপ্রিয় মিষ্টান্ন খাবারের চেইন শপ টেস্টি ট্রিটসহ ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) -৯ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য গণমাধ্যমে জানানো হয়।
এতে বলা হয়, সোমবার (১৪ ডিসেম্বর) র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী যৌথ অভিযানে নোংরা পরিবেশ খাদ্য উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ খাবার ও খাদ্যে ভেজাল থাকায় টেস্টি ট্রিটকে ৬০ হাজার টাকা, দক্ষিণ সুরমার লাহাম রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা ও দীনা মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সবুজ সিলেট/১৫ ডিসেম্বর/ সেলিম হাসান