সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্ধোধন করেছেন জেলা প্রশাসক
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২০, ১২:০৭ অপরাহ্ণ
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের কানলার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্ধোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। মঙ্গলবার দুপুর ২ টায় সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বিরামপুর গ্রামের পাশে কানলার হাওরে মাটি কেটে বাঁধ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন তিনি।
এসময় তিনি বলেন, ২০২১ অর্থ বছরের আগাম বন্যার কবল থেকে হাওরের বোরো ফসল রক্ষার জন্য কাবিটা নীতিমালা অনুযায়ী আজ ১৫ ডিসেম্বর থেকে বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। প্রচলিত ঠিকাদার ব্যবস্থার পরিবর্তে স্থানীয় কৃষকদের নিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের মাধ্যমে বাধ নির্মাণের কাজ করা। গেল তিন বৎসর একই নীতিমালায় বাঁধ নির্মাণের কাজ হয়েছে। এবছর চতুর্থ বারের মতো বাধ নির্মাণের কাজ শুরু হয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ১ মোঃ সবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী ২ সামছুদোহা, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদুল হক, স্থানীয়র সরকার ও প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমাসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ড জানায় এবছর জেলার ছোট বড়ো ৩৭ টি হাওরে এক হাজার কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হবে। এখন পর্যন্ত ৮০০ কিলোমিটার বাধের প্রিওয়ার্ক (পূর্ব সমীক্ষা) এর কাজ শেষ হয়েছে। আজ পর্যন্ত ৪০টি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে তাদের মধ্যে বাধের কাজ শুরু করেছে ১০টি। ৪০টি প্রকল্প বাস্তবায়ন কমিটির অনুকুলে ৫ কোটি ৬ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। সারা জেলায় বাঁধ নির্মাণের জন্য সরকার ৬২ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
সবুজ সিলেট/১৫ ডিসেম্বর/ সেলিম হাসান