বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির পুষ্পস্তবক অর্পণ বুধবার সকালে
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২০, ১২:১০ অপরাহ্ণসবুজ সিলেট ডেস্ক
মহান বিজয় দিবস ও গৌরবান্বিত বিজয়ের ৫০তম বর্ষে পদার্পণ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ, সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কর্মসুচী হাতে নেয়া হয়েছে। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার লক্ষে আগামী ১৬ ডিসেম্বর বুধবার সকাল ১১টার সময় রেজিষ্ঠারী মাঠে জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদেরকে জমায়েত হওয়ার আহŸান জানানো হয়েছে। রেজিষ্টারী মাঠ থেকে সম্মিলিতভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
যথা সময়ে উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ কর্মসুচীকে সফল করার জন্য জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহŸান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহŸায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক।
প্রেস বিজ্ঞপ্তি
সবুজ সিলেট/১৫ ডিসেম্বর/ সেলিম হাসান