ছাতকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২০, ১:১৯ অপরাহ্ণ
ছাতক প্রতিনিধি :: ছাতকে প্রদর্শনী কৃষি প্লট বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের
মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্তর থেকে উপস্থিত কৃষকদের মাঝে এসব কৃষি সামগ্রী বিতরণ করা হয়। সাইবোর্ডসহ ভুট্টা ও সূর্যমুখী ফুলের ৮০টি প্রদর্শনীর প্লটের জন্য কৃষকদের হাতে বীজ ও বিভিন্ন জাতের সার তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান।
এসময় ইউআরসি কর্মকর্তা মোস্তফা আহসান হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার সোয়েব আহমদ, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কুতুব উদ্দিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনির্মল তালুকদার, উপসহকারী কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ, সোয়েব মাহমুদ, আরিফ চৌধুরী, আনিছুর রহমান, মশিউর রহমান, আলাউদ্দিন, ফারুক আহমদ, নাছির উদ্দিন, ইউনুস আলীসহ উপভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।