বিজয় দিবসে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২০, ৮:২২ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার ::
মহান বিজয় দিবসে জাতির সূর্যসন্তানদের স্মরণ করেছে সিলেটের শতবর্ষের সাংবাদিকতার অন্যতম প্রতিষ্ঠান সিলেট জেলা প্রেসক্লাব।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, নবনির্বাচিত সভাপতি আল আজাদ ও জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ মহসীন।
বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।
এছাড়াও নবনির্বাচিত কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, দপ্তর সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান, কার্যনির্বাহী কমিটির সদস্য মিঠু দাস জয়।
ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব, শফিকুর রহমান চৌধুরী, পিংকু ধর, এনামুল কবীর, রনঞ্জিত কুমার সিংহ, আনোয়ার হোসেন, দিব্য জ্যোতি সী, বাপ্পা মৈত্র।
সবুজ সিলেট/ এস মায়াজ আহমদ তালহা