জামালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২০, ৯:০৭ পূর্বাহ্ণজামালগঞ্জ প্রতিনিধি ::
সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জামালগঞ্জে স্বাস্থ্য বিধি মেনে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পমাল্য অপর্ণ,
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচীতে উপস্থিত ছিলেন-জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আজাদ, উপজেলা নির্বাহী অফিসার বিশ^জিত দেব, এসিল্যান্ড রেদুয়ানুল হালিম, ওসি সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, মৎস্য অফিসার সানন্দা মোদক, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এম নবী হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবীর, শিক্ষা অফিসার মো.শরিফ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, বীরমুক্তিযোদ্ধা মো. আলতাব হোসেনসহ ইউপি চেয়ারম্যান, সরকারী বেসরকারী প্রতিষ্টানের কর্মকর্তা কর্মচারী প্রমূখ।
সবুজ সিলেট/ এস মায়াজ আহমদ তালহা