মেঘালয়ের গুনগুন গর্জনের মধ্যে দিয়ে গোয়াইনঘাটে ইসলামী ব্যাংকের আউটলেটের যাত্রা
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২০, ৯:১৪ পূর্বাহ্ণশিপন আহমদ, ওসমানীনগর:
ক্ষুদ্রশিল্প ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রযুক্তি নির্ভর সেবা পৌঁছে দিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। গ্রামীন জনগুষ্ঠির আধুনিক ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসতে দেশের সীমান্তবর্তী এলাকাকে অগ্রাধিকার দিয়ে সিআরএম মেশিন সম্মেলিত এটিএম বুথ,এজেন্ট আউটলেটসহ স্থাপন করে যাচ্ছে শাখা,উপ শাখা।সর্বস্থরের মানুষের প্রয়োজনকে অগ্রাধিকারের ধারাবাহিকতায় সিলেটের প্রাকৃতিক সুন্দরর্য্যরে লীলা ভূমি অদ্ভুত জলের রাজ্য খ্যাত গোয়াইনঘাট বাজারে বণার্ঢ্য আয়োজনে যাত্রা শুরু করেছে ইসালামী ব্যাংকের এজেন্ট আউটলেটের।ভারতের মেঘালয়ের গহীন অরণ্যের কোল ঘেঁসে বাংলাদেশের বুকে নেমে আসা অপুর্ব নির্ঝরিনী পান্তুমাই গ্রামের”মায়াবতী ঝর্ণায় লাল-সবুজের শতাধিক বেলুন উড়িয়ে ব্যাংকটির সিলেট জোনের এই শততম এজেন্ট শাখার উদ্ধোধন ঘোষনা করেন ইসলামী ব্যাংকের সিলেট জোন প্রধান শিকদার মো.শিহাবুদ্দিন।
বড়হিল মায়াবতি ঝর্ণার খানিকটা দূর থেকে মেঘালয়ের পাহাড় বেয়ে আসা পাথর আর পানির গুনগুন গর্জনে অপূর্ব মেলাবন্ধনে ইসলামী ব্যাংকের সিলেট নগরীর শাহপরান শাখার অধিনে গোয়াইনঘাট উপজেলা সদর বাজারে উদ্ধোধন হলো এজেন্ট ব্যাংকিং শাখার। প্রান্তিক জনগুষ্টিসহ সীমান্ত পারের বাসিন্দা ও দেশি-বিদেশী পর্যটকদের হাতের নাগালে সহজ ব্যাংকিং সেবার প্রত্যয়ে শততম আউটলেটটির উদ্ধোধনিতে পৃথক পৃথক সভাসহ অনুষ্টিত হয় নানা আয়োজন। দেশের সীমান্ত পারের পান্তুমাই গ্রাম ও গোয়াইনঘাট বাজার এলাকায় মঙ্গলবার অনুষ্টিত সভায় বক্তারা বলেন, ডিজিটাল ব্যাংকিং সেবায় উল্লেখযোগ্য অগ্রগতির সাধনের মাধ্যমে ইসলামী ব্যাংক পরিণত হয়েছে দেশের নির্ভরযোগ্য ও শক্তিশালী ব্যাংকে। বিশেষ করে ব্যাংকের সেলফিন অ্যাপটি সাড়া ফেলেছে সর্বক্ষেত্রে।
সুদ মুক্ত প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকিং সেবা মাধ্যমে সাধারণ মানুষকে স্বাবলম্বী করে বঙ্গবন্ধুর সোনার বাংলার বিনির্মাণের স্বপ্ন বাস্থবায়নে ইসলামী ব্যাংক দেশের গন্ডি পেরিয়ে স্বীকৃতি অর্জন করেছে সারা বিশ্বে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল দেশ গড়ার অঙ্গিকারের প্রত্যায়ে সীমান্ত পারের হতদরিদ্র ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করে করোনা সংকটে আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সুবিধা বঞ্চিত মানুষের দোরগোড়ায় ২৪ ঘন্টা ব্যাংকিং সেবা পৌছে দিয়ে হয়ে উঠেছে জনগণের সঞ্চয়ের বিশ্বস্থ আমানতদার।
ইসলামী ব্যাংকের শাহপরান শাখার ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ নকিব হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, ইসলামী ব্যাংকের সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং এর প্রধান জালাল উদ্দিন আহমদ, গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আকবর উদ্দিন,ছাতক শাখার ব্যবস্থাপক মো: এনামুর রহমান, দক্ষিন সুরমা শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান,গোয়াইনঘাট এজেন্ট আউটলেটের ইনচার্জ আবুল কাশেম চৌধুরী,গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল মতিন,সহসভাপতি মিনহাজ উদ্দিন,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদসহ আরও অনেকে।
অনুষ্ঠান কোরআন তেলাওয়াত করেন হাফিজ ফিজিও জাকির হোসেন ও দোয়া পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান। অনুষ্ঠানের এক পর্যায়ে সীমান্তবর্তী বাসিন্দাদের অর্থনৈতিক সমস্যা দূরীকরনসহ পর্যটকদের সহজ নিরাপদ লেনদেন ওপর গুরুত্ব দিয়ে নৈসর্গিক সৌন্দর্য্যের অপার পর্যটন স্পটগুলো পরিদর্শন করেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিকদার মো. শিহাবুদ্দিনসহ কর্মকর্তাবৃন্দ। ব্যাংক কর্মকর্তা ফয়সল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তা ছাড়াও স্থানীয় শ্রেনী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সবুজ সিলেট/ এস মায়াজ আহমদ তালহা