সুনামগঞ্জে ত্রিশটি গৃহহীন পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করেছেন জেলা প্রশাসক
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২০, ১০:৫৮ পূর্বাহ্ণসুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জে ত্রিশটি গৃহহীন পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
বুধবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচার ইউনিয়নের বিরামপুর গ্রামের আশ্রয়ন প্রকল্পের ত্রিশজন উপকারভোগীর মধ্যে ঘরের চাবি তুলে তিনি। সদর উপজেলায় গুচ্ছ গ্রাম নির্মাণের দ্বিতীয় পর্যায়ের সিভিআরপি প্রকল্পের অধীনে ৪৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষের অঙ্গীকার কেউ গৃহহীন থাকবে না। আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার। সারা দেশের গৃহীন লোকদের মাননীয় প্রধানমন্ত্রী বসতগৃহ দিচ্ছেন। জেলায় ৪ হাজার গৃহহীন মানুষকে ঘর দেয়া হবে। চাবি হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, মোঃ জসীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমাসহ জেলা ও উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন
সবুজ সিলেট/ এস মায়াজ আহমদ তালহা