জুড়ীতে ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২০, ১১:১২ পূর্বাহ্ণজুড়ী প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ীতে পিকআক ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার বিকাল ৪ টার দিকে জুড়ী-গোয়ালবাড়ি রাস্তার গোয়ালবাড়ি হাফিজিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালবাড়ি (ভাঙ্গার পাড়) গ্রামের আইয়ুব আলীর ছেলে নাহিদ আহমদ মুন্না (১৮) মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বাজারে যাবার পথে জুড়ী-গোয়ালবাড়ি রাস্তার গোয়ালবাড়ি হাফিজিয়া মাদ্রাসার পাশে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ ঘটে। এতে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৭টার দিকে তার মৃত্যূ হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী পাবেল জানান, ভাঙ্গারপাড় গ্রামের নাহিদ আহমদ মান্না নতুন সাইকেল চালানো শিখেছে। সে বাড়ি থেকে গোয়ালবাড়ি বাজারে আসার পথে পিকআপের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু বরন করে।
জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
সবুজ সিলেট/ডিসেম্বর ১৭/ হাসান