সিলেট ব্লাড ফাউন্ডেশন রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার পুস্পস্তবক অর্পন
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২০, ১২:৩৪ অপরাহ্ণসবুজ সিলেট ডেস্ক ::
মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষ্যে সিলেট ব্লাড ফাউন্ডেশন রক্তাদান ও সমাজকল্যাণ সংস্থা উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে র্যালি সহকারে পুস্পস্তবক অর্পন করা হয়।
মহান স্বাধীনতা যুদ্ধে আজকের এই দিনে লক্ষ লক্ষ প্রাণের আত্মদানে পরাধীনতার লৌহকঠিন শৃংখল ভেঙ্গে লাল সবুজের পতাকা উড়েছিল বাংলার ভুমিতে…পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়।
স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত হোক সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর সেনানী আর সম্ভ্রমহারা মা,বোনদের যাদের অদম্য সাহস আর আত্নত্যাগের বিনিময়ে বিজয় এসেছে।
মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরনীয় দিন। জাতির গৌরবজ্জোল মহান এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে সিলেট ব্লাড ফাউন্ডেশন রক্তাদান ও সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নাছির উদ্দিন বাদশা সংগঠনের সকল কর্মীদের ও প্রিয় রক্তযোদ্ধা বন্ধুদের নিয়ে শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন
সবুজ সিলেট/ এস মায়াজ আহমদ তালহা