প্রথম কবি কে ছিলেন?
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২০, ২:৪৬ অপরাহ্ণ
শিল্প ও সাহিত্য ডেস্ক :: লিখন পদ্ধতি আবিষ্কারের আগেও নিশ্চই কবিতা রচিত হত! সে হিসেবে প্রথম কবির নাম কখনও জানা যাবে না। তবে এ পর্যন্ত আবিষ্কৃত তথ্য অনুযায়ী প্রথম কবি এনহেদুয়ান্না।
তিনি শুধু প্রথম কবিই নন, একাধারে পুরোহিত, প্রথম সাহিত্যিক, প্রথম মহিলা কবি এবং প্রথম মহিলা সাহিত্যিকও!
দক্ষিণ মেসোপটেমিয়ার (বর্তমান ইরাক) সুমের এলাকার উর রাজ্যে খ্রিস্টপূর্ব ২৩ শতকে এই মেধাবী নারীর জন্ম।
প্রার্থনাসংগীত ও কবিতা লিখতে পারতেন বলে তৎকালীন সমাজ তাঁকে দেবী হিসেবে পূজা করত। তাঁর পিতা সম্রাট সারগন কন্যা এনহেদুয়ান্নাকে রাজ্যের প্রধান পুরোহিতের সম্মানে ভূষিত করেন। এই পদটি মর্যাদা পেত রাজ্যের সবচেয়ে সম্মানিত পদ হিসেবে।
দুঃখের কথা হল, সুমেরিয়ান এই কবি মাত্র ৩৫ বছর বয়সে মারা যান।