সিলেট সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি মুন্না, সম্পাদক তুহেল
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২০, ৩:২৫ অপরাহ্ণসবুজ সিলেট ডেস্ক ::
সিলেট সিটি সেন্টার দোকান মালিক ব্যবসায়ী সমিতির ২০২১-২২ পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ সময় ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন।
ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মুনিম মল্লিক মুন্না। তিনি পেয়েছেন ৫০ ভোট। তার নিকটতম প্রার্থী আমির উদ্দিন পেয়েছেন ৩২ ভোট।
নির্বাচনে ৫৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে আব্দুস সামাস তুহেল নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোস্তাক আহমদ ২৫ ভোট পেয়েছেন।
সবুজ সিলেট/ এস মায়াজ আহমদ তালহা