হবিগঞ্জে তিন যানের সংঘর্ষ, চিকিৎসকসহ দুজন নিহত
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২০, ৯:৫২ পূর্বাহ্ণশায়েস্তাগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যান-অটোরিকশা ও টমটমের সংঘর্ষে এক চিকিৎসকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গুরুত্বর অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের কলিমনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের চিকিৎসক দীপঙ্কর পোদ্দার (৩৫) ও ময়মনসিংহের অধিবাসী জুলহাস উদ্দিন (৫০)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, শায়েস্তাগঞ্জ থেকে একটি অটোরিকশা ও টমটমের হবিগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসার একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
সবুজ সিলেট/ ১৮ ডিসেম্বর/ হাসান