সিলেটে সরঞ্জামাদিসহ ৯ জন আটক
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২০, ১০:০৫ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার
সিলেটে মহানগর থানা পুলিশের জালালাবাদ থানার পৃথক অভিযানে জুয়ার আসর থেকে ৯ জন আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় ও রাত পৌনে ৯ টায় পৃথক পৃথক এই অভিযান চালায় জালালাবাদ থানা পুলিশ। এ সময় এই ৯ জনকে আটক ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ নগদ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়ে বলা হয়, সন্ধ্যা সাড়ে ৬ টায় রায়েরগাঁও লামাপাড়ায় ও রাত পৌনে ৯ টায় টুকেরগাঁওয়ে অভিযান চালানো হয়।
লামাপাড়া থেকে আটককৃতরা হলেন, ইসলাম উদ্দিন (৫০) ও আজিজুর রহমান (২৫)। এছাড়া টুকেরগাঁও থেকে আটককৃতরা হলেন, আব্দুর রকিব (৪৫), ময়না মিয়া (২৯), মোঃ রুবেল (৩২), মাহবুব আলম (৩০), খালেদ (৩৮), মোঃ সোয়েব আহমদ (২৮), জামাল উদ্দিন (৩৫)।
লামাপাড়া থেকে দুই জন আটকের সাথে জব্দ করা হয়, এক সেট ঘাবলা, জুয়া খেলার বোর্ড ও ২০৫ টাকা ও টুকেরগাঁও থেকে একটি জুয়ার বোর্ড, ৬ টি সাদা রংয়ের শামুকের কড়ি, ১৫টি ছোট গোল কাঠের গুটি, ও ৭৫৫ টাকা জব্দ করা হয়েছে।
সবুজ সিলেট/ ১৮ ডিসেম্বর/ হাসান