দক্ষিণ সুনামগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২০, ১২:৪৫ অপরাহ্ণদক্ষিণ সুনামগঞ্জ,প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি আলমগীর মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেনের দিক নির্দেশনায় উপজেলার ডেকার হাওরে অভিযান চালিয়ে আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সঙ্গীয় ফোর্স সাইফুর রহমান, সৈয়দ শিপলু। অভিযুক্ত আসামি জয়কলস ইউনিয়নের কাকিয়ারপাড় (নোয়াগাঁও) গ্রামের নুর নবীর ছেলে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামিকে গ্রেপ্তারের পর আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
সবুজ সিলেট/ ১৮ ডিসেম্বর/ হাসান