বিয়ানীবাজারে ১৪০০ পিস ইয়াবাসহ আব্দুর রউফ গ্রেপ্তার
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২০, ৬:১৭ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার
সিলেটের বিয়ানীবাজার থেকে ১ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুর রউফ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার মইয়াখালী গ্রামের একরাম আলীর ছেলে।
রোববার (২০ ডিসেম্বর) সিলেট জেলা পুলিশের (মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে বিয়ানীবাজারের শেওলা সেতুর দক্ষিণ পাশের্^ সুপ্রীম কনভেনশন হলের সামনে অভিযান চালিয়ে ওই যুবককে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
পরে এ ঘটনায় মাদক বিরোধী সেলের এসআই মো. কামরুল আলমের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
সবুজ সিলেট/২০ ডিসেম্বর/ হাসান