সিলেটে ৪ মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৫১ পূর্বাহ্ণনিজস্ব প্রতিবেদক: সিলেটে ৪ মামলায় সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এসএমপি’র শাহপরাণ (রহঃ) থানাধীন টিলাগড় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী আবুল কালাম আজাদ শাহজালাল উপশহরের বাসিন্দা ও মৃত হাজী মোঃ তোতা মিয়া পুত্র। এছাড়াও আবুল কালাম আজাদ মের্সাস বুশরা মটরস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী আবুল কালাম আজাদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় দায়ের করা ৪টি মামলায় পৃথক মেয়াদে সাজা হয়েছিলো। তিনি পলাতক ছিলেন। রোববার বিকেলে পুলিশের একটি টিম নগরীর টিলাগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।