প্রেমিকের বাড়িতে প্রাণ দিলেন প্রেমিকা
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৪, ৬:৪৫ পূর্বাহ্ণঅনলাইন ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিক আরিফ মিয়ার (৪৫) বাড়িতে গিয়ে প্রেমিকা সালমা আক্তার (৪০) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে প্রেমিক পলাতক রয়েছেন।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার রাখালিয়াচালা গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সাব্বির বিষয়টি নিশ্চিত করেছেন।
সালমা আক্তার উপজেলার রাখালিয়াচালা গ্রামের তারা মিয়ার মেয়ে এবং আরিফ মিয়া একই গ্রামের সামসুল মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি সাব্বির জানান, প্রায় দুই বছর আগে থেকে আরিফ ও সালমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস পর নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের পর থেকেই ঘরে ওঠানোর কথা বললেও আরিফ নিচ্ছি নিচ্ছি বলে সময় পার করে আসছেন। ওই নারী স্থানীয়দের জানিয়েও কোনও প্রতিকার পাননি। এই কারণে শুক্রবার দুপুরে প্রেমিকের তালাবদ্ধ টিনশেড বাড়ির একটি কক্ষের তালা ভেঙে ঘরে ঢুকে আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
ওসি আরও জানান, আশপাশের লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।