নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৪, ৭:৩৪ পূর্বাহ্ণক্রীড়া ডেস্ক: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ। বাঙালি আর বৈশাখ মিলেমিশে একাকার বাংলায়। নতুন বছরের নতুন দিনটি উদযাপিত হয় সবচেয়ে বড় উৎসবের উপলক্ষ হিসেবে। তাই পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালির।
https://www.facebook.com/photo/?fbid=983403966472196&set=a.294278542051412
বাঙালিদের প্রাণের এই উচ্ছ্বাসে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘শুভ নববর্ষ! আশা করি আমাদের সবার জীবনে এই নতুন বছর অঢেল সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসবে।’
বর্তমানে স্ত্রী ও সন্তানদের সঙ্গে আমেরিকাতে অবস্থান করছেন সাকিব। সেখানে পরিবারের সঙ্গেই পালন করেছেন পবিত্র ঈদুল ফিতর। তবে আমেরিকা থেকে কবে নাগাদ দেশে ফিরবেন তিনি সেটি এখনো জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের আগেই ফিরবেন দেশে ফিরবেন সাকিব। আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।