প্রথম আলাপেই গ্রিজম্যানের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন মেসি!
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২০, ১:২২ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক :: লিওনেল মেসি এবং অ্যান্তোনিও গ্রিজম্যানের মধ্যে মাঠের রসায়ন ভালো নয়। পারফরম্যান্সই তার প্রমাণ দেয়। অভিযোগ আছে, গ্রিজুকে ঠিক মতো বল পাস দেন না লিও। তবে কাতালান ফরোয়ার্ড গ্রিজম্যান উড়িয়ে দিয়েছেন সেই অভিযোগ। তাদের সম্পর্ক ভালো বলে আরও একবার দাবি করেছেন।
তবে প্রথম দেখায় ফ্রান্স ফরোয়ার্ড গ্রিজম্যানের ওপর বার্সার ইতিহাস সেরা ফুটবলার মেসি একটু ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেটা অবশ্য মজার গল্প। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার জর্জ ভালদানোর সঙ্গে ‘ইউনিভার্সো ভালদানোয়’ সেই গল্পটাই ফাঁস করেছেন সাবেক অ্যাথলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড গ্রিজু।
তিনি বলেছেন, ‘আমি ক্যাম্প ন্যুতে পৌঁছেই লিওর সঙ্গে কথা বলি। ওই আলাপে মেসি আমাকে বলেছিল, প্রথমবার (২০১৮ মৌসুমে) আমি বার্সার প্রস্তাব নাকচ করে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়েছিল। কারণ আমাকে দলে আনার জন্য সবাইকে সে অনুরোধ করেছিল। পরে অবশ্য বলেছিল, আমার সঙ্গেই আছে সে। প্রতিদিন আমি সেটা প্রত্যক্ষ করি।’
নেইমার চলে যাওয়ার পরের মৌসুমে বিশ্বকাপ জিতে ফেরা তারকা গ্রিজম্যানকে দলে নিতে মুখিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু অ্যাথলেটিকো তারকা বার্সার মতো ক্লাবের প্রস্তাব নাকচ করে দেন। পরে অবশ্য লা রোজা কোচ ডিয়াগো সিমিওনের সঙ্গে মন কষাকষি করেই ক্যাম্প ন্যুতে যোগ দিয়েছেন তিনি। এ নিয়ে আগেও কথা বলেছেন গ্রিজু।
এবার ভালভানোকে ফ্রান্সম্যান বললেন, ‘ডিসিশান ডকুমেন্টারিতে আমি বোঝানোর চেষ্টা করেছি, ক্লাব বদলানো খুবই কঠিন কাজ। একজন খেলোয়াড় অনেক সময়ই বুঝতে পারেননা, কী করতে হবে, কী করা যাবে না। ডকুমেন্টারিত আমি সেটাই বোঝাবার চেষ্টা করেছি। সিদ্ধান্ত নিতে সহায়তা করার জন্য আমার পরিবার আছেন, স্ত্রী-সন্তান, বাবা-মা আছেন। কিন্তু দিন শেষে সিদ্ধান্তটা আমাকেই নিতে হয়।’