ইনজুরির কারণে ছিটকে গেলেন ইব্রা
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২০, ২:৪৩ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক :: এই বয়সে ৯০ মিনিট খেলা মানেই অবিশ্বাস্য। তার পরও সেটা প্রতিনিয়তই করে যাচ্ছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। যার কাঁধে চড়ে লম্বা সময় পর লিগ জেতার স্বপ্ন দেখছে শীর্ষে থাকা এসি মিলান।
কিন্তু দলটির জন্য এবার দুঃসংবাদ নিয়ে এলো সুইডিশ তারকা। নাপোলির বিপক্ষে পাওয়া হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন অন্তত দুই থেকে তিন সপ্তাহের জন্য। তাই এই সময় ৬টি ম্যাচ তাকে ছাড়াই খেলতে নামবে মিলান।
নাপোলির বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে আবারো দুর্দান্ত নৈপুণ্য উপহার দেন। ওই ম্যাচে জোড়া গোল করে এখন সিরি আ’র সর্বোচ্চ গোলদাতাও তিনি। ১০ গোল করে রোনালদোর ওপরেই অবস্থান করছেন।
কিন্তু ইনজুরির কারণে ইউরোপা লিগে দুটি ম্যাচে তার থাকা হচ্ছে না। পরিস্থিতি অনুকূলে না থাকলে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও হয়ত তিনি খেলতে পারবেন না।
সিরি আ’য় ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মিলান। রবিবার তাদের প্রতিপক্ষ ১৫তম স্থানে থাকা ফিওরেন্টিনা।