বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে কারাদণ্ড
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২০, ১:৫০ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালিয়ে দুজনকে গাঁজা কেনা বেঁচা অবস্থায় আটক করা হয়েছে।মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শামীম আল ইমরান।
অভিযান সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা সদর ইউনিয়নের মহদিকোনা গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ নুরানী (৫০) এর বাড়িতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।এসময় গাঁজা কেনা বেঁচা অবস্থায় হাতেনাতে মোহাম্মদ নুরানী এবং কাওসার আহমদ (২২) কে আটক করা হয়।পরে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুসারে দুজনকেই ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ইউএনও শামীম আল ইমরান বলেন,গোপন সংবাদ পেয়ে আমরা অভিযান চালাই। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে দুজকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুসারে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান
করা হয়।
তিনি আরও বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।